শি জিনপিং ‘স্বৈরশাসক’ : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিনপিংয়ের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠেকের দুই দিন না যেতেই এই মন্তব্য করেন বাইডেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়ানো একটি গোয়েন্দা বেলুনকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিলে তা নিয়ে জিনপিং বেশ বিব্রতবোধ করেছেন।

আরও পড়ুন>> রাসিক নির্বাচনে বৃষ্টির হানা

বাইডেন বলেন, আমি যখন গোয়েন্দা বেলুনটিকে ভূপাতিত করেছিলাম তখন জিনপিংও জানত না যে এটি সেখানে ছিল। এ বিষয়টি নিয়ে বেশ মর্মাহত হয়েছিল জিনপিং। এটা স্বৈরশাসকদের জন্য খুব বিব্রতকর ব্যাপার, যখন তারা জানতেই পারে না আসলে কী হচ্ছে।

এদিকে গত রোরবার বহুল আলোচিত চীন সফর শুরু করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। এদিন তাকে দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে অভ্যর্থনা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং। দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউস একটি বিলাসবহুল ভবন যেখানে সাধারণত সফরকারী বিশিষ্ট ব্যক্তিদের থাকতে দেয়া হয়।

সোমবার ঐতিহাসিক সফরটি শেষ হয়। সফরে ব্লিঙ্কেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিবিসির প্রতিবেদন মতে, ব্লিঙ্কেনের দুদিনের বেইজিং সফরে যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। বৈঠকের পর জিনপিং বলেন, দুদেশের উচ্চপর্যায়ের যোগাযোগের ক্ষেত্রে উভয়পক্ষই বেশ অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে ব্লিঙ্কেন জোর দিয়ে বলেন, উভয় পক্ষই আরও আলোচনার জন্য প্রস্তুত। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেই জানিয়েছেন যে, ‘উভয়পক্ষের মধ্যে এখনও বড় মতপার্থক্য রয়েছে।

ইবাংলা/এসআরএস 

বাইডেনশি জিনপিং