টি-টোয়েন্টি থেকেও ছিটকে গেলেন এবাদত

খেলাধুলা ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ-পায়ের হাটুর ইনজুরিতে পড়েন এই ডানহাতি বোলার। চোট নিয়ে মাঠ ছাড়া স্যালুট ম্যানকে আর দেখা যাবে না আফগান সিরিজে।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেসহ আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এবাদত। বাংলাদেশের ফিজিও মোজাদ্দেদ আলফা সামির উদ্ধৃতি দিয়ে গতকাল রোববার সন্ধ্যার পরে বিসিবি থেকে জানানো হয়েছে এ তথ্য।

আরও পড়ুন>> আসছে নতুন প্রযুক্তির তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট

এবাদতের ইনজুরি খুব গুরুতর নয়। তবে তাকে অন্তত ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তাই তার পক্ষে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলা সম্ভব নয়।

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের ঘটনা। তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা খান এবাদত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এই পেসার।

ইবাংলা/এসআরএস

এবাদত