মিরপুর সাইন্স কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) মিরপুর সাইন্স কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন।
১৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির এক বেদনার দিন। এই দিন ভোর রাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে নিহত হন। নারী, শিশুসহ এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীতে বিরল। প্রবাসে থাকার কারণে ঘাতকদের হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
আরও পড়ুন>> মিরপুর সাইন্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বঙ্গবন্ধুর আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই কিন্ত তার আদর্শ আমাদের মাঝে রয়ে গেছে। তার আদর্শের কোন দিন মৃত্যু হবে না। বঙ্গবন্ধু যে ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখতেন তার বাস্তবায়ন সম্ভব যদি তার আদর্শ, তার নীতি আমরা পুরোপুরি মেনে চলতে পারি। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য বেশি করে বঙ্গবন্ধুর জীবনী, তার রচিত বই পাঠ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালোরাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের রূহের মাগফেরাত কামনা করেন।
মিরপুর সাইন্স কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা আকতার, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ভুইয়া।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট নিয়ে সেলিম খান নির্মিত চলচ্চিত্র ‘ আগষ্ট ১৯৭৫’ প্রদর্শন করা হয়। উপস্থিত সকলে আগ্রহ নিয়ে এই চলচ্চিত্র উপভোগ করেন।
ইবাংলা/এসআরএস