হিলিতেই পেঁয়াজের কেজি ১০০ টাকা

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভারত থেকে আনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, যা গত শনিবারও ছিল ৮০ টাকা।

সোমবার হিলি বন্দরে পাইকারী ব্যবসায়ীদের সমাগম অন্য দিনের মতই। তবে দাম শুনে ব্যবসায়ীরা পেঁয়াজ কেনা নিয়ে দোটানায় থাকার কথা জানিয়েছেন।

দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় আমদানি শুল্কে ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন>> ভালো খেলে পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

সিরাজগঞ্জ থেকে আসা এক ব্যবসায়ী জানান, গত শনিবার তিনি ভারত থেকে আসা পেঁয়াজ কিনেছিলেন ৮০ টাকা কেজি দরে। আজকে (সোমবার) দাম চাচ্ছে ১০০ টাকা করে। এরপর পরিবহন খরচও আছে।”

আমদানিকারক এক ব্যবসায়ী বলেন, “ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। যার কারণেই দাম বেড়েছে। এটাতে আমাদের কোনো হাত নাই।

হিলি আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন অর রশীদ বলেন, “আজকে যে পেঁয়াজগুলো বন্দরে প্রবেশ করেছে সেগুলো আগের এলসিতে কেনা হলেও ভারতেই দাম বেড়ে যাওয়ায় হিলিতেও দাম বেড়েছে।

“আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা রুপিতে কিনতে পারলেও এখন ৬০ টাকা রুপিতে কিনতে হচ্ছে। সঙ্গে রাজস্ব, পরিবহন এবং অন্যান্য খরচ আছে।”

সরকার যদি কেজিপ্রতি ৯ টাকা রাজস্ব মাফ করে দেয়, তাহলে কিছুটা দাম কমবে।

ইবাংলা/এসআরএস

পেঁয়াজের কেজি