জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি: কপ-২৮ মঞ্চে ভারতীয় কিশোরীর প্রতিবাদের ঝড়

ইবাংলা ডেস্ক

দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৮ সম্মেলনের পর্দা নামছে মঙ্গলবার (১২ ডিসেম্বর)। তার আগে সোমবার (১১ ডিসেম্বর) জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে দুর্বল এক খসড়া চুক্তি নিয়ে বিভিন্ন দেশের তুমুল সমালোচনার মধ্যেই মঞ্চে বিক্ষোভের ঝড় তুলেছে ভারতের ১২ বছরের এক কিশোরী জলবায়ুকর্মী।

মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাথার ওপরে একটি প্ল্যাকার্ড ধরে হঠাৎই কপের মঞ্চে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন লিসিপ্রিয়া কাংগুজাম নামে ভারতীয় ওই কিশোরী জলবায়ুকর্মী। তার ব্যানারে লেখা ছিল, ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ হোক, রক্ষা পাক আমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ।’

আরও পড়ুন>> কপ-২৮: জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে শেষ মুহূর্তেও প্রচেষ্টা

এনডিটিভি জানিয়েছে, লিসিপ্রিয়া ভারতের মণিপুর রাজ্যের একজন জলবায়ুকর্মী। সম্মেলন চলাকালীনই প্ল্যাকার্ড হাতে দৌড়ে কপ-২৮ এর মঞ্চে উঠে বিশ্ব নেতাদের সামনে চলে যায় সে।

জলবায়ু সম্মেলনে উপস্থিত অতিথিরা এসময় হাততালি দিয়ে তার বক্তব্যে সমর্থন জানান। তবে তার মধ্যেই লিসিপ্রিয়াকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেয়া হয়।

এসময় কপ-২৮ এর মহাপরিচালক রাষ্ট্রদূত মাজিদ আল সুওয়াইদি লিসিপ্রিয়ার পরিবেশ-বিষয়ক সচেতনতার প্রশংসা করেন।

একইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে আরও একবার লিসিপ্রিয়ার জন্য হাততালি দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে এ ঘটনার একটি ভিডিও এক্সে পোস্ট করে জলবায়ুকর্মী লিসিপ্রিয়া কাংগুজাম বলেছে, জ্বীবাশ্ম জ্বালানি নিয়ে প্রতিবাদের পর আমাকে আধা ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল। তারা আমাকে কপ-২৮ সম্মেলন থেকেও বের করে দিয়েছে। আমার একমাত্র অপরাধ, আমি বর্তমান জলবায়ু সংকটের প্রধান কারণ জ্বীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি জানিয়েছি।

এক্সে দেয়া আরেক পোস্টে সে লিখেছে, আপনারা যদি সত্যিই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলে অবশ্যই আমাকে সমর্থন করতে হবে। শুধুমাত্র প্রতিবাদের জন্য আমাকে এভাবে বের করে দিয়ে কপ-২৮ চরমভাবে শিশু অধিকার লঙ্ঘন করেছে; যেহেতু জাতিসংঘ প্রাঙ্গনে আমার প্রতিবাদ করার অধিকার আছে।

ইবাংলা/এসআরএস

কপ-২৮