হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাহিদ হাসান

ঠান্ডাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন অভিনেতা জাহিদ হাসান। তাঁকে ২৯ জানুয়ারি বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে বাসায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘শীতের সময় জাহিদ ভাইয়ের এই সমস্যা হয়।

আরও পড়ুন >>  মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালো জান্তা সরকার

জানা গেছে, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।

পরে গত ১৭ জানুয়ারি শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান জাহিদ। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, অভিনেতা জাহিদ এখনও মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি। বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।

ইবাংলা/এসআরএস