বেসিস নির্বাচনে টিম স্মার্টকে অধিকাংশ সদস্যের সমর্থন

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে গুলশান-১ স্যুটিং ক্লাবে। এতে তিনটি প্যানেল অংশগ্রহণ করছেন টিম স্মার্ট, টিম সাকসেস এবং ওয়ান টিম। এর মধ্যে টিম স্মার্ট সেরা প্যানেল হয়েছে বলে মনে করেন বেসিস ভোটার ও সাপোর্টররা। বেসিস সদস্যদের অধিকাংশই টিম স্মার্টের পক্ষে।

আরও পড়ুন…স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টিম স্মার্টের বিকল্প নেই

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বেসিস গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নির্বাচনে মাঠে থাকা নাম্বার ওয়ান প্যানেল ‘টিম স্মার্ট’। বেসিসে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যও তাদের। পূর্ণ প্যানেলে রায় পেলে তারা দেশের তথ্যপ্রযুক্তি খাতের সঠিক ও পূর্ণাঙ্গ ডাটা সংগ্রহেও বিভিন্ন পদক্ষেপ নেবে।

রোববার (০৫ মে) রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিশন ব্লুর গ্র্যান্ড বল রুমে টিম স্মার্টের নির্বাচনী শেষ প্রচারণা। এ সময় বেসিস সদস্যদের উপস্থিতি ছিলো ‍উচ্ছ্বাসে ভরা। হোটেলের গ্র্যান্ড বল রুমে বেসিস ভোটার ও সদস্যদের উপচেপড়া ভির দেখা হেছে। সদস্যদের সঙ্গে মতবিনিময় ও পরিচয়কালে টিম স্মার্টের টিম লিডারসহ সকলেই বেসিসকে সম্মিলিতভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে এ খাতের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন টিম স্মার্ট।

অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে আছেন এক ঝাঁক মেধাবী তরুণ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা। তারুণ্য ও পরিবর্তনের মানসিকতা দুইয়ে মিলে টিম স্মার্টকে করে তুলেছে এবারের নির্বাচনের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। যারা ইতিমধ্যে সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন খাতে ডেভলপমেন্ট করে রাষ্ট্রের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন।

টিম স্মার্ট প্যানেলে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন, কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ সানা, নগদ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লিয়াকত হোসাইন, আমার পে’র (সফট টেক ইনোভেশন লিমিটেড) ম্যানেজিং ডিরেক্টর এ এম ইশতিয়াক সারোয়ার, লুজলি কাপল্ড টেকনোলজিসের (এলসিটি সল্যুশন সেন্টার) চিফ অপারেটিং অফিসার সৈয়দা নওশাদ জাহান প্রমি, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের দ্য ম্যান অব স্টিল (চেয়ারম্যান) এবং ক্রান্তি অ্যাসোসিয়েটস্ লিমিটেডের পরিচালক ও সিইও মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম।

টিম স্মার্টের অ্যাসোসিয়েট পরিচালক প্রার্থী ম্যাগনাস সফটওয়্যার ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান আহমেদ খান, অ্যাফিলিয়েট পরিচালক প্রার্থী এডফিনিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফি চৌধুরী এবং আন্তর্জাতিক পরিচালক পদে প্রার্থী দারাজ বাংলাদেশ’র চিফ করেপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো)।

টিম স্মার্ট’র প্যানেল লিডার মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘আমরা আগেও অনেক কাজ করেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই সংগঠনের সব বিভক্তি ভেঙে ও স্বচ্ছতা রেখে একটা পরিষ্কার রূপকল্প তৈরি করা প্রয়োজন। আমরা এই কাজটি করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে বেসিসকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই।’

আরও পড়ুন…টানা ৪৩ ঘণ্টা চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

জেনারেল ক্যাটাগরিতে টিম স্মার্ট’র অন্যতম প্রার্থী নগদ লিমিটেড’র নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘পরিবর্তন করার ইচ্ছা ও সক্ষমতা আমাদের আছে। আমরা যুগোপযোগী টিম উপহার দিতে পারব। বেসিস নিয়ে টেন্ডারবাজি করার কিছু নেই। সিন্ডিকেট ভাঙাই হচ্ছে আমার কাজ, বেসিসের সিন্ডিকেটও ভেঙে দিতে পারব।’ স্বল্প- মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা মাথায় রেখেই নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে টিম স্মার্ট প্যানেলের সদস্যরা। যা বদলে দিতে পারে এই শিল্পের বর্তমান চিত্র। নিজেদের পরিকল্পনার কথা জানান টিম স্মার্টের হয়ে জেনারেল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থীরা।

এছাড়াও সফটওয়ার ও ইফরমেশন সেবা খাতের বিশিষ্ট ব্যক্তিরা টিম স্মার্টকে সাপোর্ট করে পূর্ণ প্যানেলকে বিজয়ী করার জন্য বেসিস মেম্বারদের আহ্বান করেন। আসছে ৮ মে সকল মেম্বারদের ভোট দিতে আহ্বান করে অনেকেই বলেন টিম স্মার্ট এবার বিজয়ী হবে তাই সকলেই এই প্যানেলকে ভোট দেয়ার জন্য আহ্বান করেন।

বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান বলেন, ‘টিম স্মার্টের অধিকাংশই বয়সে তরুণ– এটাই টিম স্মার্টের বড় শক্তি। এই প্যানেলের সবাই ইন্ড্রাস্ট্রির প্রতিদিনের কাজের সাথে যুক্ত আছেন। ফলে সমস্যাগুলোকে এরা ভালো বোঝেন।’

ইবাংলা/ এ বা

অধিকাংশইসদস্যেরসমর্থন