বাংলাদেশ নারী ক্রিকেট দল এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। ২০১৪ সালের পর থেকে পরবর্তী চারটি আসরে একটি ম্যাচেও জয় পায়নি তারা। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া নবম আসরে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগ্রেসরা।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরুর আগেরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দলনেতা জ্যোতি দলীয় প্রত্যাশা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের জন্য এই বিশ্বকাপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ২০১৪ সালের পর থেকে আমরা বিশ্বকাপে বলার মতো তেমন কিছু করতে পারিনি। আমরা এবার এমন কিছু করতে চাই, যা মনে রাখার মতো হবে।”
২০১৪ সালের বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে প্রথমবার অংশ নেয়। ওই আসরে দলটি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি জয় অর্জন করে। তবে এরপরের চারটি আসরে কোনো ম্যাচেই জয় পাননি টাইগ্রেসরা। এবার সেই ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর তারা।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ দল। স্কটল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে জ্যোতি মনে করেন, প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। “আমরা স্কটল্যান্ডের সঙ্গে যতবার খেলেছি, জয় পেয়েছি। তবে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রত্যেকটি দলই এখানে শক্তিশালী এবং সবাই জয়ের ক্ষুধা নিয়ে এসেছে।”
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয় দলকে আত্মবিশ্বাস দিয়েছে। জ্যোতি জানান, “আমাদের দল পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে, তাতে দলের মধ্যে শক্তি ও আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। ব্যাটাররা ভালো স্কোর দাঁড় করিয়েছে এবং বোলাররা ব্যাকআপ দিয়েছে। পুরো দল প্রস্তুত, এবং আমরা স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিয়েই মাঠে নামবো।
ইবাংলা/রাজিব