জিতলেই কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত। এমন পরিসংখ্যান নিয়ে সাও পাওলোতে শুক্রবার (১২ নভেম্বর) কলম্বিয়ার মুখোমুখি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে কলম্বিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল ব্রাজিল। ফলে এই অঞ্চল থেকে তারাই যে সবার আগে বিশ্বকাপের টিকিট পাবে, তা একপ্রকার নিশ্চিতই ছিল। এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে মোট চারটি দল।
এদিন নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে নেইমারের সহযোগিতায় ব্রাজিলের পক্ষে জয়সূচক গোল করেছেন লুকাস পাকুয়েতা। এতে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আগামী বছরের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের।
করিন্থিয়াস এরেনায় পুরো ম্যাচেই আধিপত্য ছিল সেলেসাওদের। বল দখলের লড়াইয়ে প্রায় ৬৫ ভাগ সময় এগিয়ে ছিল ব্রাজিল। তবে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে অপেক্ষার অবসান ঘটান পাকুয়েতা। ৭২ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শট করে জালের ঠিকানা খুঁজে নেন তারকা মিডফিল্ডার।
ম্যাচে আরও অন্তত চার থেকে পাঁচটি দুর্দান্ত সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কোনোটিতেই বল জাল স্পর্শ করেনি। ফলে ন্যূনতম ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তিতের শিষ্যদের।
ব্রাজিল এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে হারেনি একটিতেও।
নিজেদের ২৭ গোলের বিপরীতে হজম করেছে মাত্র চারটি। ১১টি জয় ও এক ড্রতে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরেই তারা। ব্রাজিলের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।
ইবাংলা/এএমখান/১২ নভেম্বর, ২০২১