টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

ক্রীয়া ডেস্ক

দুবাইয়ে আগের ২০টি টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৮০ রান করা দল কখনো হারেনি। এবারের বিশ্বকাপে দুবাইয়ে ১২ ম্যাচের মধ্যে ১০ বারই টস জয়ী দল শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে।

১৯৮১ সালের পর কোনো নকআউট ম্যাচে কখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। এ সময়ে দুই দল নকআউট পর্বে ম্যাচ খেলেছে ১৬টি।

আরও পড়ুন: শিরোপার হাতছানি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

টস জিতে আগে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড দলে বদল একটি, চোটে পড়া ডেভন কনওয়ের জায়গায় দলে ঢুকেছেন টিম সাইফার্ট। অস্ট্রেলিয়ার একাদশ অপরিবর্তিত।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেইন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

ইবাংলা/ নাঈম/ ১৪ নভেম্বর, ২০২১

অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডবিশ্বকাপ ফাইনাল
Comments (0)
Add Comment