বাইশেই চলবে মেট্রোরেলের এক ডজন ট্রেন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আগামী বছরের ডিসেম্বর থেকেই দিয়াবাড়ী-আগারগাঁও রুটে চালু হতে যাচ্ছে মেট্রোরেলের এক ডজন ট্রেন। কাজের অগ্রগতি দেখতে গিয়ে এ তথ্য দিলেন প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী। এসময় ৭টি ট্রেন ট্রায়ালে রয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

মঙ্গলবার ( ১৬ নভেম্বর ) প্রকল্প পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক ও মেহেদি মিরাজ।

এই মেট্রোরেল প্রকল্প রাজধানীর যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতি আরো তরান্বিত করবে মত প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত ।

প্রকল্পটি বাংলাদেশের জন্য গর্বের, উল্লেখ্য করে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা জানান, দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হতে যাচ্ছে। এর ফলে উন্নত বিশ্বের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় বিশেষ অংশীদার হবে বাংলাদেশ।

এদিন সাংবাদিক ও ক্রিকেটারদের প্রকল্পটি ঘুরিয়ে দেখান সংশ্লিষ্টরা। যদিও গত ২৯ আগস্ট প্রদর্শনীর জন্য পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছিল। উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত ৬টি বগি নিয়ে চারটি স্টেশন অতিক্রম করে মেট্রোরেলটি। এর নির্মাতা প্রতিষ্ঠান জাপানের কাওয়াসাকি কোম্পানি।

মেট্রোরেলের সম্পূর্ণ রুট হলো উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আরেকটি রুট রয়েছে। দ্বিতীয় রুটটি ১২ কিলোমিটারের, যা চালু হওয়ার কথা ডিসেম্বরে। তবে করোনার কারণে সেটি সময়মতো চালু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

ইবাংলা/টিপি/ ১৬ নভেম্বর,২০২১

দিয়াবাড়ী-আগারগাঁও রুটেমেট্রোরেল
Comments (0)
Add Comment