হত্যার ২২ বছর পর আসামিদের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি , গাইবান্ধা

হত্যার দীর্ঘ ২২ বছর পর গাইবান্ধার পলাশবাড়ির আলোচিত হাসান আলী হত্যা মামলায় ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এবং প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। রায়ে ১৩ জন আসামির মধ্যে ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড ও বাকিদের বেকসুর খালাসের নির্দেশ দেয় আদালত। এ সময় ৬ আসামি আদালতে উপস্থিত থাকলেও ২ জন পলাতক রয়েছে।

আরো পড়ুন: ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জিবন

দণ্ডপ্রাপ্তরা হলেন: পলাশবাড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, আব্দুর রউফ, জালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান ও গাওরা তালেব।

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২২শে আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা একই উপজেলার আমবাড়ি গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাসান আলীকে হত্যা করেন। এ ঘটনায় নিহত হাসান আলীর ভাই আবুল কাশেম বাদী হয়ে ১৯৯৯ সালের ২৪শে আগস্ট পলাশবাড়ি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: কালভার্টের নিচে ৬৬ লাখ জাল টাকা!

২২ বছর পর এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাড. সিরাজুল ইসলাম বাবু রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

ইবাংলা/টিপি/১৮ নভেম্বর২০২১

আমৃত্যু কারাদণ্ডবাইশ বছরহত্যা
Comments (0)
Add Comment