হত্যার ২২ বছর পর আসামিদের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি , গাইবান্ধা

হত্যার দীর্ঘ ২২ বছর পর গাইবান্ধার পলাশবাড়ির আলোচিত হাসান আলী হত্যা মামলায় ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এবং প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। রায়ে ১৩ জন আসামির মধ্যে ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড ও বাকিদের বেকসুর খালাসের নির্দেশ দেয় আদালত। এ সময় ৬ আসামি আদালতে উপস্থিত থাকলেও ২ জন পলাতক রয়েছে।

আরো পড়ুন: ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জিবন

দণ্ডপ্রাপ্তরা হলেন: পলাশবাড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, আব্দুর রউফ, জালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান ও গাওরা তালেব।

one pherma

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২২শে আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা একই উপজেলার আমবাড়ি গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাসান আলীকে হত্যা করেন। এ ঘটনায় নিহত হাসান আলীর ভাই আবুল কাশেম বাদী হয়ে ১৯৯৯ সালের ২৪শে আগস্ট পলাশবাড়ি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: কালভার্টের নিচে ৬৬ লাখ জাল টাকা!

২২ বছর পর এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাড. সিরাজুল ইসলাম বাবু রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

ইবাংলা/টিপি/১৮ নভেম্বর২০২১

Contact Us