ইরানের নারী ফুটবল দলে পুরুষ খেলোয়াড়!

ক্রীড়া ডেস্ক :

ইরান নারী ফুটবল দলের গোলরক্ষকের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠির মাধ্যমে করা ওই অভিযোগে ইরানের গোলরক্ষক জোহরে কুদাইয়ি ছেলে না মেয়ে তা জানতে চেয়েছে জর্ডান। গত ৫ নভেম্বর এএফসিকে ওই চিঠি দেয় জেএফএ।

চলতি বছরের সেপ্টেম্বরে এএফসি অঞ্চলের এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ইরানের কাছে ৪-২ গোলে হারের পর মঙ্গলবার (১৬ নভেম্বর) এই অভিযোগ তোলে জর্ডান।

আরও পড়ুন : সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

সেদিনের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। যেখানে জর্ডানের দুটি কঠিন শট ফিরিয়ে দেন ইরানের গোলরক্ষক জোহরেহ কৌদেই। এরপর তাকেই পুরুষ বলে দাবি করছে জর্ডান। এ বিষয়ে এএফসির কাছে জোহরেহর লিঙ্গ নির্ণয়ের জন্য তদন্তেরও দাবি করেছে দেশটি।

জর্ডান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রিন্স আলী বিন আল হোসেন এক টুইটে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার কথা বলেন। বিষয়টিকে তিনি খুবই সিরিয়াস ইস্যু হিসেবে অভিহিত করেছেন। সে কারণেই উপযুক্ত পদক্ষেপ নিতে ফিফাকে অনুরোধ করেন তিনি।

পাল্টা জবাবে ইরান দলের নির্বাচক মারিয়াম ইরান্দোস্ত এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, হারের ক্ষত ঢাকতেই নাকি এমন আলোচনা সামনে নিয়ে এসেছে জর্ডান।

শুধু এবারই না, কৌদেইর বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছে। তবে কোনোবারই এবারের মতো আলোচনা এত গাঢ় হয়নি।

ইবাংলা/এএমখান/১৮ নভেম্বর, ২০২১

ইরাননারী ফুটবল
Comments (0)
Add Comment