বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে হামলা চালিয়েছে যুবলীগ। সাতক্ষীরার শ্যামনগরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ আট নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শ্যামনগর সদর ইউনিয়নের চন্ডীপুর জামিয়া মাদরাসা সংলগ্ন মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা হাফিজ সরদার ও শিশুকিশোর লীগের রহমতের নেতৃত্বে এই হামলা চালান হয় বলে জানায় শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম। দোয়া চলাকালিন সময়ে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় বলে জানান তিনি।
আরো পড়ুন: ‘চারিদিকে সরকার পতনের ঘন্টা’
এতে আহত হন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য এমএম আশেক এলাহী মুন্না, জহুরুল ইসলাম, ভুরুলিয়া ইউপি বিএনপির সভাপতি আব্দুল মতিনসহ আটজন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা বেসরকারি সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজের ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টা হামলা চালানোর বিষয়টি জানা নেই বলে জানান।
শ্যামনগর থানার (ওসি) ওয়াহেদ মোর্শেদ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইবাংলা /টিপি /২১ নভেম্বর ২০২১