স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়া শহরের মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Islami Bank

রোববার (২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ওই মোড়ে এ ঘটনা ঘটে। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, আপেল ও নাজমুল হাসান। নাজমুল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক এবং আপেল একটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা।

one pherma

পুলিশ জানান, সন্ধ্যার সময় নাজমুল তার বন্ধুদের সঙ্গে ডাবতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৬ জন সেখানে এসে তাদের দিকে গুলি ছুড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় আপেল ও নাজমুল গুলিবিদ্ধ হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীকের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চালচ্ছে ।

ইবাংলা / টিআর / ৩ জানুয়ারি 

Contact Us