রাতারাতি ভাইরাল বেলুন বিক্রেতা কিশোরী

ইবাংলা ডেস্ক

ভারতের কেরালার অলি-গলিতে পাড়া মহল্লায় ঘুরে বেলুন বিক্রি করা এক সাধারণ তরুণী কিসবু। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি হয়ে গেলেন সুন্দরী ও আকর্শনীয় মডেল তিনি এখন ইন্টারনেটে ভাইরাল ।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, অল্প বয়সে বাবাকে হারান কিসবু। বাবার মৃত্যুর পর বেলুন বিক্রি করে সংসার চালান তার মা কাঞ্চন। একজনের আয়ে সংসারে অভাব দূর হয় না। তাই মাকে সাহায্য করতে কিসবুও বেলুন বিক্রি শুরু করেন তার মায়ের সাথে। বিভিন্ন পাড়া-মহল্লা ও মেলায় ঘুরে ঘুরে তারা বেলুন বিক্রি করেন।

২০২২ সালে শুরুর দিকে কেরেলার কুন্নুরে একটি মেলায় বেলুন বিক্রি করতে যান কিসবু ও তার মা। সেই মেলাতেই ঘুরে ঘুরে ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। তখনই তার ক্যামেরায় ধরা পড়ে কিসবু। তার চাহনিতে সৌন্দর্য খুঁজে পান ফটোগ্রাফার। তারপরই কিসবুর মায়ের কাছে অনুমতি নিয়ে তার একটি ছবি তোলেন। নেটমাধ্যমে সেই ছবি শেয়ার করতেই ব্যাপক ভাইরাল হয়।

কিসবুর পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়ে তার মা কাঞ্চন বলেন, ‘মেয়েকে উচ্চশিক্ষিত করতে চাই। ও (কিসবু) যেন স্বনির্ভর হতে পারে। ভবিষ্যতে ওকে যেন বেলুন বিক্রির জীবন বেছে নিতে না হয়। এটাই আমার প্রার্থনা।’

ইবাংলা/ জেএন / ১০মার্চ ২০২২

Contact Us