বেগমগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি-

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাও ৪৫ বোতল ফেনসিডিল সহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে।

Islami Bank

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আলীপুর গ্রামের শাহজানের পুত্র গিয়াস উদ্দিন (৩২), আমানতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন(৪৮), মিরওয়ারিশপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে লোকমান হোসেন রিপন (৩৬)।

রোববার (২৪ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের কালিকাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

one pherma

পুুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরওয়ারিশপুর কালিকাপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা এবং ৪৫ বোতল জব্দ করা হয়। এসময় তিনজন মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানা মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ইবাংলা /জেএন /২৪ এপ্রিল,২০২২

Contact Us