মেসির গোল, ম্যানসিটিকে হারিয়ে জিতল পিএসজি

ক্রিড়া প্রতিবেদক :

মেসি ম্যাজিকে ২-০ গোলে ম্যানসিটিকে হারিয়ে দিল পিএসজি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এ জয় পেল প্যারিসিয়ানরা।

Islami Bank

পিএসজির হয়ে এটাই লিওনেন মেসির প্রথম গোল। নতুন দলে যোগ দেওয়ার পর গোল খরায় কাটলেও এই জয়ের মধ্য দিয়েই ইঙ্গিত দিলেন নিজের ফর্মে ফেরার।

বল পায়ে মেসরি দৌড় আর বা পায়ের সেই ট্রেডমার্ক শট, এতেই পরাস্ত এডারসন। ঘরের মাঠে পিএসজি ও পেয়ে গেল ম্যানসিটিকে হারানোর স্বাদ । ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ। ফুটবল বিশ্বের পুরো চোখ পার্ক দ্যা প্রিন্সেসে। পিএসজি-ম্যানসিটির লড়াইটা আর তেমন উত্তেজনা ছড়ালো কই। অস্টম মিনিটেই ম্যাচে লিড প্যারিসের। মেসি, নেইমার, এমবাপ্পে নয় স্কোরার ইদ্রিসা গেয়ে।

one pherma

এদিন ভাগ্যটাও সহায় হয়নি ম্যানসিটির। নাভাস ছিলেন না ঠিকই, তবে উত্তরসূরী ডোনারুমা সার্ভিস দিয়েছেন একশোতে একশো। মেসির প্রথম গোল অথচ জয় পাবেনা পিএসজি, তা কি করে হয়। সেটা হয়ওনি। এই জয়ে গ্রুপ এ’র শীর্ষে অবস্থান এখন প্যারিসিয়ানদের।

টিপি

Contact Us