পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ঠাকুরগাঁও-পঞ্চগড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নবুয়ত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া আক্তার স্বপ্না৷
আরও পড়ুন… পাবিপ্রবি’তে কণ্ঠস্বরের ‘কণ্ঠস্বর আবৃত্তি দল’ গঠিত
শনিবার (৮ এপ্রিল) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি নবুয়ত হোসেন শান্ত বলেন,- “ঠাকুরগাঁও-পঞ্চগড় দূরবর্তী জেলা হলেও প্রতিবছর এই বিশ্ববিদ্যালয়ে বেশকিছু শিক্ষার্থী ভর্তি হয়। আমাদের জেলা সমিতি তাদের সার্বিক সাহায্য-সহযোগিতা করে থাকে এবং এই কার্যক্রম আরো জোরালোভাবে চলবে, যেন কেউ ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা থেকে এখানে আসলে, নিজের আপন বাড়ি মনে করতে পারে। আমরা চাই আমাদের কর্মকান্ডের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে জেলা সমিতির একটি সুন্দর অবস্থান করতে।”
নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার স্বপ্না বলেন,- “ঠাকুরগাঁও-পঞ্চগড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরে আমি খুবই আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি, যারা আমাকে সাধারণ সম্পাদক পদের জন্য যোগ্য বলে মনে করেছেন। সাধারণ সম্পাদক পদ অনেক গুরুত্বপূর্ণ একটা যায়গা। ঠাকুরগাঁও -পঞ্চগড় জেলার শিক্ষার্থী হয়েও পাবনা এসে নিজ জেলাকে প্রতিনিধিত্ব করতে পারছি, এটা অনেক সৌভাগ্যের বিষয়। সবাই দোয়া করবেন যেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি। নিজ জেলা হতে আগত শিক্ষার্থীদের নিয়ে একটা পরিবারের মতো থাকতে পারি।” এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে।
ইবাংলা/এইচআর/৯ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.