ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতা চলছে এখনও। ইউপি নির্বাচনের সংরক্ষিত আসনের পরাজিত এক সদস্য প্রার্থীর স্বামীকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। ঘটনাটি মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের।
কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন আহত আলমগীর সরদার (৫০) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের পরাজিত সদস্য প্রার্থী আসমা বেগমের স্বামী। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের সূর্যমনি বাজারের কাছে তিনি হামলার শিকার হন।
আহত আলমগীরের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মাদারীপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন আলমগীর। পথে তাকে তুলে নিয়ে আড়িয়াল খাঁ নদের তীরে হাতুড়ি দিয়ে পেটানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় মাদারীপুর সদর হাসপাতালে।
আরো পড়ুন: ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম
আহত রাসেলের স্ত্রী আসমা বেগম বলেন, “ফিরোজা বেগমের স্বামী মোস্তফা ঢালী ও তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে আমি প্রাথমিকভাবে সন্দেহ করছি।”
এদিকে আসনে জয়ী ফিরোজা বেগম এই সন্দেহ অমূলক দাবি করে বলেন, এর সঙ্গে তারা কেউ জড়িত নন। “অন্য কেউ এই নির্যানতন চালিয়েছে। এখন আমাদের নাম জড়িয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে।”
এ ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি আহতের পরিবার। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি রাসেল।
ইবাংলা /টিপি /১৯ নভেম্বর ২০২১