নগদ অ্যাকাউন্ট হ্যাক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

নগদের একাউন্ট হ্যাক করে ১ লাখ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে থেকে চুরির অভিযোগে বাবুল মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল মিয়া নেত্রকোণার কলমাকান্দার কৃষ্ণপুরের আব্দুল আজিজের পুত্র।

পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বলেন, মঙ্গলবার (১৬ নভেম্বর) অলংকার মোড়ের মুহাম্মদ দিদারুল আলমের মালিকানাধীন দিদার এন্টারপ্রাইজে একব্যক্তি ২ লাখ টাকা ক্যাশ ইন করার জন্য আসে। দিদারুল আলমের কর্মচারী আল আমিন ২ লাখ টাকা নগদ এজেন্ট নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করে। পরে সকাল ১০টায় একাউন্ট হ্যাক করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দুই লাখ টাকার মধ্যে ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

তিনি আরও বলেন, এ ঘটনার অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ৬টি সিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা /টিআর /১৯  নভেম্বর ২০২১

Contact Us