সাইবার হামলা হতে পারে যে ৭ অ্যাপে

তথ্য প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সাতটি অ্যাপের বিষয়ে সতর্ক করেছে গুগল। এসব অ্যাপগুলো সাইবার হামলার শিকার হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে গুগল এর পক্ষ থেকে। তাই দ্রুত এ অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দিতেও বলা হয়েছে।

Islami Bank

‘তোরাজান জোকার’নামে একটি গ্রুপ এ হামলা চালাতে পারে। বিশেষ সতর্কতা হিসেবে তাই খুব দ্রুতিই এই সাতটি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এজন্য এগুলোকে আর ডাউনলোড করতে না করা হয়েছে। তবে ইতোমধ্যে যারা এসব অ্যাপ ডাউনলোড করেছেন তাদের ফোন অতি ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন: আইনি নোটিশ পাঠানো হল জাকারবার্গকে

ম্যালওয়ার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাসপারেস্কি জানিয়েছে এই সাতটি অ্যাপে তোরাজান জোকার নামে একটি ম্যালওয়ার শনাক্ত করা গেছে। এই ম্যালওয়ারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যে কোনো সময় সাইবার হামলার শিকার হতে পারে। যে সাতটি অ্যাপের বিষয়ে গুগল সতর্ক করে দিয়েছে পাঠকের জন্য তা তুলে ধরা হল।

১. Now QRcode Scan

২. EmojiOne Keyboard

৩. Battery Charging Animations Battery Wallpaper

৪. Dazzling Keyboard

৫. Volume Booster Louder Sound Equalizer

৬. Super Hero-Effect

one pherma

৭. Classic Emoji Keyboard

তোরাজান জোকার ম্যালওয়ার থেকে স্মার্টফোনকে রক্ষা করবেন যেভাবে-

১. গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে দেখে নিবে অ্যাপটির প্রস্তুতকারক কে, যদি অপরিচিত কেউ হয় তাহলে এটি ডাউনলোড করা থেকে বিরত থাকুন। এছাড়া অ্যাপটির রিভিউ দেখে নিবেন।

২. যে সকল অ্যাপে বানান ভুল কিংবা গ্রামারের দিক থেকে ঠিক থাকে না সেগুলো ডাউনলোড করা থেকে বিরত থাকুন।

৩. এমনকি যেসব অ্যাপ আপনি ফোনে ডাউনলোড করেননি, কিন্তু ফোনে আছে সঙ্গে সঙ্গে তা ডিলিট করে দিন। তবে কোম্পানি কর্তৃক স্থায়ী যে অ্যাপ রয়েছে সেগুলো ডিলিট করবেন না।

৪. ডাউনলোড করা কোনো অ্যাপ যদি ৬ মাস ধরে ব্যবহার না করেন, তা ডিলিট করে দিন।

৫. এছাড়া ফোনকে ম্যালওয়ার থেকে সুরক্ষিত থাকতে এন্টি-ভাইরাস ব্যবহার করতে পারেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ইবাংলা /টিপি /১৯  নভেম্বর ২০২১

Contact Us