শিশুকে ৫ ইনজেকশন, কিছুক্ষণেই মৃত্যু

ইবাংলা ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসায় ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ক্লিনিক বন্ধ করে চিকিৎসক ও মালিক পালাতক আছেন।

Islami Bank

সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সদরের জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত শিশু সুমনা (৪) ঘোষগাতি মহল্লার সুজনের মেয়ে।

সুমানার মা সুমা খাতুন বলেন, ‘মেয়ের পিঠের ফোঁড়া অপারেশনের জন্য সোমবার রাত ৮টার দিকে জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। ক্লিনিকের চিকিৎসক আহসানুল হক শিশু সুমনার পিঠে পরপর পাঁচটি ইনজেকশন দেন। এরপর খিচুনি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সুমনার মৃত্যু হয়।’

one pherma

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুরে স্বজনদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে থানায় অভিযোগ করার আগেই ময়নাতদন্ত ছাড়াই সকালে মৃত শিশুটির দাফন করেছে স্বজনরা। অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

ইবাংলা / এইচ /২৩ নভেম্বর, ২০২১

Contact Us