পৌর মেয়রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর কটূক্তিতে  এরই মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এবার এ প্রসঙ্গে এ কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Islami Bank

আরো পড়ুন: পৌর মেয়রের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগ

বুধবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি বলেন, আব্বাস আলীকে শাস্তি পেতেই হবে। তিনি যা বলেছেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

one pherma

এ সময় তিনি আরো বলেন, আব্বাস আলী যা বলেছেন তা পুরোপুরি দলের চেতনাবিরোধী। তার এ ধরনের কথা দলীয় নীতিমালারও পরিপন্থী। দল তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়েও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

আব্বাস আলী রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়কও। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্বে আছেন।

ইবাংলা/টিপি/২৪ নভেম্বর২০২১

Contact Us