ইয়াবা ও ফেনসিডিলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ মো. আবদুস সাত্তার (৩৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবদুস সাত্তার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলিম উদ্দিন হাজিবাড়ির মো. আবদুল মালেকের ছেলে।

one pherma

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ফেনসিডিলের একটি খালি ও পাঁচটি পুরো বোতল এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইবাংলা /টিআর /২৬ নভেম্বর ২০২১

Contact Us