বিয়ের সাজে কনের জিম

তাসিন

করোনাভাইরাসের কারণে অনেকেরই আয়োজন করে বিয়ে করা হয়নি। সংক্রমণের মাত্রা কমে আসায় এখন বিয়ে বাদ্য বাজছে। অন্য মাসগুলোর তুলনায় শীতে বিয়ের আয়োজন হয় বেশি। সামাজিক পাতা উল্টালেই এখন ভিডিয়োর ছড়াছড়ি।

Islami Bank

ইন্ডিয়া ডটকমের খবর, এবার একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসার আগে জিমে গেছেন কনে। সেখানে ভারোত্তলন করছেন তিনি। ভিডিও দেখে নেটিজেনরা হাসি চেপে রাখতে পারছেন না।

ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, কমলা-লাল রঙের শাড়ি পরে বধূবেশে এক নারী জিমে রয়েছেন। বিয়ের সাজে মেকআপ, পরিপাটি চুল। একজন ওয়েডিং ফটোগ্রাফার তাঁর ছবি তুলছেন আর কনে ভারোত্তলন করছেন। ডামবেলের পর তিনি এক্সারসাইজিং মেশিনের কাছে যান।

one pherma

কনের এমন কাণ্ড সচরাচর দেখা যায় না। তাই অনেক নেটিজেন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্য-ঘরে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা। তাঁরা বলছেন, স্ট্রেন্থ ও বিউটির উজ্জ্বল উদাহরণ ওই নারী।

ইবাংলা / এইচ /২৮ নভেম্বর, ২০২১

Contact Us