ছুরিকাঘাতে এইচএসসি শিক্ষার্থী নিহত (ভিডিও)

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়া শহরের খান্দার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহন (১৮) নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

Islami Bank

সোমবার (২৯ নভেম্বর) রাত ১২ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত পৌনে ১১ টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মোহন শহরের ফুলতলা এলাকার শুকুর আলীর ছেলে এবং বগুড়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্বজনদের সূত্রে জানা গেছে, মোহন তার দুই বন্ধু বাপ্পি ও লিখনের সাথে দাওয়াত খেতে যান। দাওয়াত শেষে শিবলী নামে এক বন্ধুকে খান্দারে বাড়িতে নেমে দিয়ে ফেরার পথে ফুলতলা ফেরার পথে খান্দার সিএন্ডবি গোডাউনের সামনে কয়েক জন তাদের পথরোধ করে। এসময় পূর্বের এক দ্বন্দ্ নিয়ে কথাকাটাকাটি হয়।

এর এক পর্যায়ে প্রতিপক্ষরা মোহনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে । তারা মোহনের দুই বন্ধুকেও লাঠি দিয়ে বেদম মারধর করেন। মারধরের এক পর্যায়ে প্রতিপক্ষরা চলে গেলে মোহনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্ত হাসপাতালে ভর্তির এক ঘণ্টা পর মোহন মারা যান।

one pherma

পুলিশ জানায়, মোহনের কোমরের নিচে, ঊরুতে চারটির মতো ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
নিহতের খবর নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে। নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি তদন্ত।

ইবাংলা /টিআর /৩০ নভেম্বর ২০২১

Contact Us