আ.লীগ থেকে চেয়ারম্যান প্রার্থীর পদত্যাগ

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী নাজমুল আলম ফরিদ পদত্যাগ করেছেন। নাজমুল আলম ফরিদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন।

Islami Bank

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বকশীগঞ্জ উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের কাছে লিখিত পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন। শারিরীক অসুস্থ্যতা, সাংসারিক ব্যস্ততা ও পারিবারিক নানা অসুবিধার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী নাজমুল আলম ফরিদ পদত্যাগ করেন।

one pherma

ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও পদত্যাগের পর নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন- “সাহসী এবং আপোষহীনভাবে দল থেকে পদত্যাগ করলাম। আর রাজনীতি করার ইচ্ছা নেই। যেখানে কোন আর্দশ নেই। স্বার্থন্বেসী মহল দ্বারা সবই আবৃত্ত,চামচামী ও টাকাই সকল নীতির উর্ধ্বে। তাই স্বোচ্ছায় পদত্যাগ করলাম। আর রাজনীতি করার ইচ্ছা নেই”।

ইবাংলা /টিআর /২ ডিসেম্বর ২০২১

Contact Us