আ.লীগ নেতা আজাদের স্বরণসভা

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর জেলা আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সিনিল গ্রুপের প্রতিষ্ঠতা প্রয়াত আবুল কালাম আজাদ (মেডিসিন) এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরে সরকারি টেক্সটাইল ভোকেশনাল মাঠে এই সভার আয়োজন করে আজাদ ফাউন্ডেশন।

Islami Bank

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। আজাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা।

দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,সহ-সভাপতি জয়নাল আবেদীন,পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ ফড়িং,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম,ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা সম্রট ও সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব প্রমূখ।

one pherma

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর। সভায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বলেন,আবুল কালাম আজাদ ছিলেন আদর্শবান ও পরিচ্ছন্ন একজন মানুষ। দলের প্রতি সব সময় আনুগত্য ছিলেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাড়াঁতেন সব সময়। তার মৃত্যুতে দলের অপূরনীয় ক্ষতি হয়েছে। পরে তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভার শুরুতে দাড়িঁয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

ইবাংলা /টিআর /৩ ডিসেম্বর ২০২১

Contact Us