কিছু কথা বলা দরকার তাই বলছি

হাবিব ওয়াসিম

সাত কলেজ এর কিছু বিবেকবান ছেলে ও মেয়ের সাধারন প্রশ্নের উত্তর দেয়া টা প্রয়োজন বলে মনে করছি। আজ হয়তো আমার সাথে ঘটছে কাল অন্য কারো সাথেও ঘটবে।প্রত্যেকটা কলেজেই আমার টুক টাক ভালোই ফ্রেন্ড আছে৷ ছেলে ফ্রেন্ড আছে মেয়েও আছে, অনলাইন হোক কিংবা অফলাইন। কানে অনেক কথাই আসে। আমাকে নিয়ে ভালই টুক টাক কথা উঠে এবং আমার পোস্ট এর কমেন্ট এও অনেকে অনেক কথা বলে।

Islami Bank

আপনাদের কারণেই এখন হিমেলকে আর খেলতে দেখি না কন্টেস্ট। আমি কখনো কারো কথায় কান দেই না। কারো বিষয় নিয়ে পরে থাকি না। আমার ভালো না লাগলে আমি এড়িয়ে চলি। কিছু কথা বলা দরকার তাই বলছি।

১. ভাই আপনার কাজ নাই এতো কন্টেস্ট খেলেন ক্যান? এত খেললে সবাই আপনাকে ছেচড়া ভাববে?

উত্তরঃ কন্টেস্ট ছাড়লে বার বার খেললেই মানুষ ছেচড়া হয় এইটা কোনও সাভাবিক মানুষ এর চিন্তা হতে পারে না, বিকৃত মন মানুষিকতা ছাড়া। কন্টেস্ট ছাড়াই হয় খেলার জন্য। সবাই অংশ গ্রহণ করে আর করবে এইটাই সাভাবিক। আপনি করবেন না সেটা আপনার ব্যাক্তিক চিন্তা ভাবনা। আমার টা নিয়ে কেনো আপনার এত ভাবনা থাকবে।

আসল কথা আমি সবার নজরে পড়ে গেছি কারণ আমি পোস্ট ছাড়লেই ভাইরাল। আমাকে ভালো না লাগলে এড়িতে চলবেন কিন্তু হিংসা করার কি দরকার। হিংসা যাদের মনে থাকে তারা কখনো উন্নতি করতে পারে না।

২. নিজেকে এত প্রদর্শন করার কি আছে বুঝি না?
উত্তরঃ আমি এইখানে ভালো লাগে সময় কাটাই তাই খেলি নিজেকে দেখানোর কিছুই নাই। আমি কোন নায়ক ও নই গায়ক ও নই আমি সাধারন একজন মানুষ। কন্টেস্ট খেলা হয় তাই নতুন নতুন ছবি ছাড়া হয় এই। এর মানে এইটাকে প্রদর্শন বলে না। আপনারা ভালো না লাগলে এড়িয়ে চলবেন। আপনারো ভালো আমারো ভালো।

৩. সুন্দর ছেলেদের অনেক লটর পটর থাকে এরা ভালো না?

one pherma

উত্তরঃ ভাই ও বোন আপনি আমাকে না চিনেন না জানেন কিভাবে আপনি আমাকে নিয়ে এত ভালো বলতে পারেন। আমার পিক দেখেই অনুমান করে ফেলেন। গ্রুপ এ আসার একমাত্র কারন কি জানেন আপনারা আমি অনেক বড় ধোকা খেয়ে ডিপ্রেশনে থেকে উঠার জন্য গ্রুপ এ একটু সময় দিতাম। আড্ডা দিতাম। একটা মেয়ে আমাকে অনকে বড় ধোকা দিছে। আমি আপনাদের বলছি ভাই ও বোন যদি কোন মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারে আমি তাকে ধোকা দিয়েছি সেই দিন বইলেন আমার অনেক লটর পটর আছে। কোরআনে বলা আছে ধ্বংস হোক সে জাতি যে জাতি আন্দাজে কথা বলে।

৪. ফাক বয় লিখে কেউ কেউ?

উত্তরঃ ভাই যারা আমার সাথে চলে তারা জানে আমি কেমন ১০ বছর থেকেও মানুষ মানুষকে চিনতে পারে না আর আপনারা পিক দেখেই কত বড় কমেন্ট করে ফেলেন। আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইলো। আমি খারাপ ভাই আপনারা ভালো আমাকে এড়িয়ে চলুন।

৫. ছেলেটা অতটা ভালো না দেখেই বুঝা যায় লুইচ্চা? এসব ছেলের প্রেমেই মেয়েরা পরে বেশি।

উত্তরঃ আপনাদের নোবেল দেয়া উচিৎ দেখেই বুঝে ফেলেন লুইচ্চা। কোন মানুষিক রোগী ছাড়া সাধারন কোন মানুষ একজনের সাথে না চলে এই চিন্তা ভাবনা করতে পারে না। কারো মনে কষ্ট দিয়ে থাকলে কখনো মাফ করে দিবেন। আমাকে কারো ভালো না লাগলে দয়া করে এড়িয়ে চলবেন। সাতকলেজ একটা পরিবার। পরিবার এর মতই ব্যবহার করবেন। কেউ উপরে উঠে গেলে তাকে নামানোর জন্য উল্টা পাল্টা পদক্ষেপ না নেয়াই ভালো। মিথ্যা হিংসা ক্রোধ কোন টাই ভালো না। আল্লাহ হাফেজ

লেখক: শিক্ষার্থী সরকারি তিতুমীর কলেজ

ইবাংলা / নাঈম/ ৫ ডিসেম্বর, ২০২১

Contact Us