ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ নিয়ামতপুরে ভকেশনাল (বিএম) ২য় বর্ষের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা (২) পরীক্ষা দিতে আসা শ্যামপদ বর্মণ (২২) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

Islami Bank

রোববার (৫ ডিসেম্বর) সকালে নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্জুরুল আলম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে চ্যালেঞ্জ করলে ওই পরীক্ষার্থী স্বীকার করেন কার্তিক বর্মণের বদলে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। পরীক্ষার প্রবেশপত্র জাল করার কথাও স্বীকার করেন।

এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ (ক) ধারায় তাৎক্ষণিকভাবে ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

one pherma

কেন্দ্র পরিদর্শক টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের অধ্যক্ষ গোলাম শফি কামাল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাঁকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে। আর কেউ যেন এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সে জন্য সবাইকে সচেতন হতে হবে। যদি এ ধরনের আর কোনো অভিযোগ আসে তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু আছে।

ইবাংলা /টিআর /৫ ডিসেম্বর ২০২১

Contact Us