ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ নিয়ামতপুরে ভকেশনাল (বিএম) ২য় বর্ষের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা (২) পরীক্ষা দিতে আসা শ্যামপদ বর্মণ (২২) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) সকালে নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্জুরুল আলম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে চ্যালেঞ্জ করলে ওই পরীক্ষার্থী স্বীকার করেন কার্তিক বর্মণের বদলে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। পরীক্ষার প্রবেশপত্র জাল করার কথাও স্বীকার করেন।

এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ (ক) ধারায় তাৎক্ষণিকভাবে ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

কেন্দ্র পরিদর্শক টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের অধ্যক্ষ গোলাম শফি কামাল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাঁকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে। আর কেউ যেন এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সে জন্য সবাইকে সচেতন হতে হবে। যদি এ ধরনের আর কোনো অভিযোগ আসে তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু আছে।

ইবাংলা /টিআর /৫ ডিসেম্বর ২০২১

Contact Us