শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান লাল্টু (৪০) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

Islami Bank

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শরিফুল আহসান জানান, রোববার (৫ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়া গ্রামের সাইনুদ্দিনের ছেলে।

one pherma

শরিফুল আরও জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল্টুকে গ্রেফতার করা হয়। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়।

 ইবাংলা /টিআর/ ৬ ডিসেম্বর ২০২১

Contact Us