শিখব কেন্দ্রে পাঠদান, এই শ্রোগানে সারা দেশের ন্যায় নোয়াখালীর সুবর্ণচরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৩২০টি কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে নোয়াখালী রুলার এ্যাকশান সোসাইটি ( এন-রাশ) এর বাস্তবায়নে জেলা উপানুষ্ঠানিক এই শিক্ষা কেন্দ্রগুলোর উদ্বোধন করা হয়।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচারক বিদ্যুৎ রায়ের সভাপতিত্বে এন- রাশ এর সমন্বয়কারী মো.জাহেদ হোসাইনের পরিচালনায়
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.রেজাউল করিম, এন-রাশ নোয়াখালীর গ্রোগ্রাম হেড আকলিমা বেগম, নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটি (এন- রাশ) এর প্রধান নির্বাহী মো.আবুল হাসেম প্রধান নির্বাহী, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ ছানা উল্যাহ প্রমুখ।
ইবাংলা /টিআর /৯ ডিসেম্বর ২০২১