টোকিওতেও বৈধতা পাচ্ছে সমলিঙ্গ বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের পর এবার জাপান স্বীকৃতি দিতে যাচ্ছে সমলিঙ্গ বিবাহকে। দেশটির রাজধানী টোকিওর স্থানীয় সরকাররের পক্ষ থেকে এ বিষয়ে আইন প্রনয়নের কথা বলা হয়েছে। এতে আসছে ২০২২ সালের এপ্রিল মাস থেকেই টোকিওতে বৈধতা পাবে সমলিঙ্গ বিয়ে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশটির সংবাদ মাধ্যমকে এ কথা জানান শহরের গভর্ণর ইউরিকো কইকি।

আরও পড়ুন : সমকামীদের বিয়ের স্বীকৃতি!

প্রায় এক কোটি চল্লিশ লাখ জনসংখ্যার শহরটিতে সমলিঙ্গ বিবাহের স্বিকৃতিকে এক যুগান্তকারী পদক্ষেপ বলে আক্ষায়ীত করেছে দেশটির সংবাদ মাধ্যম কোয়ড নিউজ। ইতিমধ্যে টোকিওর কিছু ওয়ার্ড এবং পৌরসভায় সমকামী যুগলদেরকে এ ধরনের একটি পরিকল্পনার সাথে পরিচয় করান হয়েছে যেখানে তারা বিবাহিত যুগলদের মতই সুযোগ সুবিধা ভোগ করে।

তবে সমালচকরা বলছে লেজবিয়ান, গে, বাইসেক্চুয়াল এবং ট্রান্সজেন্ডর যুগলরা এখনও সঙ্গী নির্বাচনের মত আরও কিছু বিষয়ে অসুবিধার মুখোমুখি হচ্ছেন। উত্তর জাপানের সাপোরোর স্থানীয় আদালত চলতি বছরের মার্চে সমকামীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না পারাটা ‘অসাংবিধানিক’ বলে রুল জারি করেন । দেশটিতে সমকামীদের বিয়ের বৈধতা প্রসঙ্গে এটিই ছিল প্রথম জারি করা রুল।

১৮৮০ সাল থেকেই জাপানে সমকামীতা বৈধ। এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় জাপান বরাবরই উদার মানসিকতার। এশিয়ার মধ্যে শুধুমাত্র তাইওয়ানেই সমলিঙ্গ বিবাহ বৈধ। এর আগে বুধবার দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে কংগ্রেসের বিপুল ভোটে সমলিঙ্গ বিয়ে আইনি স্বীকৃতি প্রদান করা হয়।

ইবাংলা / টিপি/ ৯ ডিসেম্বর, ২০২১

Contact Us