আদালতে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আদালত চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বিস্ফোরণে আহত হয়েছেন একজন। দিল্লির রোহিণী আদালতে এ ঘটেছে এ ঘটনা। ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় আদালতের শুনানি কার্যক্রম।

Islami Bank

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্ত্বরে। বন্ধ হয়ে যায় শুনানি। বিস্ফোরণে আহত পুলিশকর্মীকে হাসপাতালে নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, আদালত চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগে রাখা ছিল আইইডি বিস্ফোরক। সকালে আদালতের স্বাভাবিক কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা থেকে তীব্র বিস্ফোরণ হয়। আচমকা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায়। মাঝ পথে বন্ধ হয়ে যায় শুনানিও। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী।

one pherma

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালায় গ্যাংস্টাররা। এতে তিনজন নিহত হন। এসময় আহত হন আরও বেশ কয়েকজন। উত্তর দিল্লির রোহিণী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

ইবাংলা / টিপি/ ৯ ডিসেম্বর, ২০২১

Contact Us