কুয়েট শিক্ষকের মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির

জবি প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) শিক্ষক ড.মো.সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্ষোভ প্রকাশ করছি এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানচ্ছি।

বিবৃতিতে মরহুম অধ্যাপক ড.মো.সেলিম হোসেনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় । প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুর ৩টার দিকে মারা যান কুয়েট শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। অভিযোগ ওঠে, মৃত্যুর আগে তিনি লাঞ্ছনার শিকার হয়েছিলেন।

ইবাংলা / রিসাত/ নাঈম/ ০৯ ডিসেম্বর, ২০২১

Contact Us