ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ওরিয়েনটেশন সভা

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর , স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সহযোগিতায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েনটেশন সভা স্থানীয় সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া সিভিল সার্জন অফিসের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন গাউসুল আজম , বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য অফিসার সামির হোনের মিসু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা ।

এসময় বগুড়া সিভিল সার্জন বলেন এবারে বগুড়া জেলায় ৬ থেকে ৫৯ বছর বয়সের ৪ লক্ষ ৭৮ হাজার ৭ শত ৫৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপ্সল খাওয়ানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

ইবাংলা /টিআর /৯ ডিসেম্বর ২০২১

Contact Us