সুখবর দিলেন বুবলী

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই নতুন সিনেমার খবর দিলেন এই সুন্দরী অভিনেত্রী। সিনেমার নাম ‘মায়া- দ্য লাভ’। এতে তিন নায়কের নায়িকা হবেন বুবলী।

Islami Bank

নায়কেরা হলেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান। এই চার তারকাকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক জসিম উদ্দীন জাকির। ব্রাদার্স প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্রটিতে কাজ করতে এরইমধ্যে তারা সবাই চুক্তিবদ্ধ হয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারহিট নায়িকা বুবলী।

পরিচালক জসিম উদ্দীন বলেন, ‘আপাতত মূল আর্টিস্টদের চুক্তিবদ্ধ করা হয়েছে। প্রায় সবকিছু চূড়ান্ত। অন্যান্য আর্টিস্টদের সঙ্গেও কথা চলছে। আশা করছি, এ মাসের শেষ নাগাদ জানাতে পারব।’

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘খুব দারুণ একটি গল্প। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাল্টিকাস্ট আছে এমন একটি সিনেমায় কাজ করব। কিন্তু গল্পের অভাবে সেটি হয়ে উঠছিল না। অবশেষে সেই ইচ্ছে পূরণ হচ্ছে। এখানে যারা কাজ করবেন সবাই দারুণ শিল্পী। আশা করছি চমৎকার অভিজ্ঞতা হবে এই সিনেমাটি নিয়ে।’

one pherma

অন্যদিকে রোশান বলেন, ‘বেশ কিছু দিন হয় ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছি। এ পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছি, সব কটিই হয় অ্যাকশন না হয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এই ছবিটি পুরোপুরি প্রেমের। যেখানে বিশ্বাস-অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম।’

তিন নায়কের মধ্যে দুজনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন বুবলী। এদের মধ্যে শুধু ‘চোখ’ চলচ্চিত্রে রোশানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন নায়িকা।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ‘মায়া- দ্যা লাভ’ সিনেমার শুটিং শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশেপাশে চিত্রায়ন শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ইবাংলা /টিআর /১০ ডিসেম্বর ২০২১

Contact Us