গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর সদরের বালাহৈর গ্রামে আশা খাতুন (১৮) নামের এক গৃহবধূর নিজ ঘরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে আশা খাতুনের মা রোকশানা বেগম (৩২) থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

আশা খাতুন পাঁড়ইল ইউনিয়নের কুড়াপাড়া মিয়াপখরা গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। মামলা সূত্রে জানা যায়, ৪ মাস আগে নিয়ামতপুর উপজেলা সদরের বালাহৈর গ্রামের নুরুজ্জামান বাবুর ছেলে মিনহাজুল(২১) সাথে বিয়ে হয় আশা খাতুনের।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১২.০০ টার দিকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। রাতে স্বামী মিনহাজুলের ঘুম ভাঙলে দেখে তার স্ত্রী আশা খাতুন ফ্যানের সাথে ঝুলে আছে। তার চিৎকারে বাড়ির সদস্যরা ঝুলে থাকা লাশ নিচে নামায়। সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

one pherma

আশা খাতুনের মা রোকশানা বেগম বলেন, সোমবার (১৩ ডিসেম্বর) আমি আমার মেয়েকে নিতে এসেছিলাম কিন্তু তাঁরা আমার মেয়েকে যেতে দেয় নি। রাতে আমার বেয়াই ফোন দিলে রাতেই ছুটে এসে দেখি আমার মেয়ে লাশ হয়ে শুয়ে আছে। আমার মেয়ে বিয়ের পর থেকেই অশান্তিতে ছিল।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা /টিআর/ ১৪ ডিসেম্বর 

Contact Us