বুবলীর নতুন সিনেমা ‘মায়া : দ্য লাভ’

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে থেকেই নতুন খবর জানালেন তিনি। আবারও নতুন একটি ছবি ‘মায়া : দ্য লাভ’ এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে তিন নায়ককে। তারা হলেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান।

Islami Bank

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই নতুন ছবির খবর বুবলী নিজেই নিশ্চিত করেছেন। ছবিটিতে তিন নায়কের মধ্যে দুজনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন বুবলী। এদের মধ্যে শুধু ‘চোখ’ চলচ্চিত্রে রোশানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন।

one pherma

প্রণয়ঘটিত দ্বন্দ্বই এই চলচ্চিত্রের মুখ্য গল্প। তারকাবহুল এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক জসিম উদ্দীন জাকির। তরুণ প্রযোজক আলিনুর আশিক ভুঁইয়া প্রযোজিত সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশেপাশে ছবির শুটিং শুরু হবে।

ইবাংলা /টিআর/ ১৪ ডিসেম্বর 

Contact Us