মৎস্যকন্যা হয়ে নাচে ঝড় তুলবেন নোরা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির নতুন লুকের ছবি ভাইরাল। এতে মৎস্যকন্যার বেশে ধরা দিয়েছেন নোরা। জানা গেছে, পোশাকটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। তিন মাসের বেশি সময় লেগেছে পোশাকটি তৈরি করতে।গুরু রানধাওয়ার সঙ্গে একটি গানে এই বেশেই দেখা যাবে নোরাকে। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন জাহরাহ এস খান। গানটির কথা লিখেছেন রাশমি, কম্পোজ করেছেন তানিশক বাগচি।

Islami Bank

এর আগেও সঙ্গীততারকা গুরুর মিউজিক ভিডিওতে নেচেছেন নোরা। সম্প্রতি গুঞ্জন বেরিয়েছে, ‌দুজনে প্রেম করছেন। তাদের দুজনকে সমুদ্রসৈকতে বেড়াতেও দেখা গেছে। সম্প্রতি নোরার সঙ্গে নিজের ছবি পোস্ট করে গুরু ইনস্টাগ্রামে লিখেছেন, ‌‌আমার রানি।

one pherma

ইবাংলা / নাঈম/ ১৫ ডিসেম্বর, ২০২১

Contact Us