১১ বছর বয়সে পর্নোগ্রাফিতে আসক্ত গায়িকা

বিনোদন ডেস্ক

গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী, বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় মার্কিন গায়িকা বিলি আইলিশ মাত্র ১১ বছর বয়সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েন। এতে মস্তিষ্ক ধ্বংস হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। ২০ বছর বয়সী এই গায়িকা সিরিয়াস এক্সএম রেডিওতে হাওয়ার্ড স্টার্ন শোতে সম্প্রতি এই মন্তব্য করেন।

Islami Bank

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রসঙ্গে বিলি আইলিশের ভাষ্য, আমি মনে করি, পর্ন মর্যাদাহানিকর। সত্যি কথা বলতে, আমি অনেক পর্ন দেখতাম। আমি ১১ বছর বয়সে পর্ন দেখা শুরু করেছিলাম।

ব্যাড গাই গায়িকা আরও যুক্ত করেছেন, ‘আমি মনে করি এটি সত্যিই আমার মস্তিষ্ককে ধ্বংস করেছে এবং আমি অবিশ্বাস্যভাবে বিধ্বস্ত বোধ করছি যে আমি এত বেশি পর্নের সংস্পর্শে এসেছি। আমি দুঃস্বপ্নে ভুগি। কারণ, যে বিষয়বস্তু আমি দেখতাম তার কিছু হিংসাত্মক এবং আপত্তিকর ছিল।

one pherma

বিলি আইলিশ অন্তর্জালে তুমুল জনপ্রিয়। তাঁর প্রথম গান ‘ওশেন আইস, এই গান ২০১৮ সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী স্ট্রিমিং অ্যাপলিকেশন স্পোটিফাইয়ে ৪৪ মিলিয়নেরও বেশি বার শোনা হয়েছে।

ইবাংলা / নাঈম/ ১৬ ডিসেম্বর, ২০২১

Contact Us