ইতিহাস বদলাতে চান শরিফুল

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারানোর পাশাপাশি ধবল ধোলাইও করেছে বাংলাদেশ। অচেনা কন্ডিশনে নিজেদের চেনা ক্রিকেট খেলতে না পারায় এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি তারা। এবার সে ইতিহাস বদলাতে চান টাইগারদের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

Islami Bank

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১০ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ড পৌঁছে বাংলাদেশ দল। এরপর ক্রাইস্টচার্চে এক সপ্তাহের কোয়ারেন্টাইনে প্রবেশ করে সফরকারীরা। কোয়ারেন্টাইন শেষ হওয়ায় গত ১৬ ডিসেম্বর কয়েকজন ক্রিকেটার অনুশীলন করেন। তবে এরপরই দুঃসংবাদ শুনতে হয় সবাইকে।

নিউজিল্যান্ড যাওয়ার পথে বিমানে এক করোনা রোগীর পাশে বসার কারণে বাংলাদেশ দলের নয়জনকে ফের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বাড়তি সতর্কতার জন্য তারপরের দিন বাকি সদস্যদেরও ২১ ডিসেম্বর পর্যন্ত প্রবেশ করতে হয় বন্দীদশায়। তবে অনুশীলন না করতে পারলেও নিয়ম মেনে সতীর্থদের সাথে দেখা করতে পারছেন সফরকারীরা।

one pherma

ক্রাইস্টচার্চ থেকে পাঠানো ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দেওয়া হয়েছে। আমরা প্রতিদিনই সময় করে নিচে এসে দুই তিনবার দেখা করতে পারি। সামাজিক যোগাযোগ মেনে কথা বলতে পারি। একজন আরেকজনের চেহারা দেখলে ভালো লাগে। এবার সবাই ভালোকিছুর প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ এবার সেটা করে দেখাবো।’

‘আমাদের অনেক ভালো লাগছে। সবার কোভিড টেস্ট হয়েছে। এই টেস্টে নেগেটিভ আসলে আগামী পরশু আমরা অনুশীলন করতে পারবো। এজন্য রোমাঞ্চ কাজ করছে। অনেকদিন অনুশীলন করা হয় না। আমাদের জন্য দোয়া করবেন যেন করোনা টেস্টের ফল নেগেটিভ আসে,’ আরও বলেন শরিফুল।

ইবাংলা /টিআর /১৯ ডিসেম্বর

Contact Us