মেকআপে এই ভুলগুলো এড়িয়ে চলুন

লাইফষ্টাইল ডেস্ক

“মেকআপ” করেন না এমন নারী খুজে পাওয়া ভার। প্রতিদিন ভারী মেকআপ না নিলেও হালকা মেকআপ প্রায় সব নারীরাই করেন। ত্বকের ছোট খাটো ত্রুটিগুলো ঢেকে চেহারার বিশেষ কোন দিগকে ফুটিয়ে নিজেকে আকর্ষনীয় করে তোলাই মেকআপের উদ্দেশ্য। কিন্তু ভুল পদ্ধতিতে মেকআপ এবং মেকআপের কিছু ভুল সৌন্দর্য বৃদ্ধি না করে উল্টো সৌন্দর্য হানি করছে। হয়তো না বুঝে করে ফেলছেন এই ভুলগুলো। মেকআপের এমন কিছু ভুল যা আপনি নিজের অজান্তে করছেন, তা নিয়ে আজকের এই ফিচার।

Islami Bank

১। ফাউন্ডেশনের ভুল শেডের ব্যবহার
মনে রাখবেন ফাউন্ডেশনের কাজ আপনাকে ফর্সা করা নয়। আপনার স্কিন টোন ইভেন করা। অনেকেই ত্বকের সাথে মিলিয়ে ফাউন্ডেশন ব্যবহার করেন না। যার কারণে আলোতে আপনার ত্বক বেশি সাদা অথবা বেশি লাল দেখায়। যা আপনাকে লাইফলেস এবং ফ্ল্যাট করে দিতে যথেষ্ট। নিজের ত্বকের রং এর সাথে মিলিয়ে ফাউন্ডেশনের শেড নির্বাচন করুন। প্রয়োজনে আপনার থেকে এক শেড গাঢ় রঙের ফাউন্ডেশন ব্যবহার করুন।

২। অতিরিক্ত কনসিলার ব্যবহার
চোখের চারপাশে অতিরিক্ত কনসিলার ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত কনসিলারের ব্যবহার আপনার চোখের ত্বককে আরও বেশি বয়স্ক করে তোলে।

৩। গাঢ় লিপস্টিক ব্যবহার করা
অনেকেই ম্যাট লিপস্টিক লুক পছন্দ করেন। কিন্তু সব বিউটি গুরুই বলেন ম্যাট লুক নেবার আগে ভালো করে লিপ স্ক্রাব করে লিপবাম লাগিয়ে নিতে নইলে বয়সের সাথে সাথে ঠোঁটে পড়ে যাওয়া লাইনস আর ঠোঁটের ড্রাইনেস ম্যাট লিপস্টিকে খুব বাজে ভাবে ফুটে থাকে। আর ঠোঁট পাতলা আর অপুষ্ট দেখায়

one pherma

৪। অতিরিক্ত আইশ্যাডো ব্যবহার করা
অনেকেই প্রতিদিনের হালকা মেকআপের সাথে হালকা আইশ্যাডো লাগিয়ে থাকেন। এটি সৌন্দর্যে একটি নতুন মাত্রা যোগ করে। কিন্তু অতিরিক্ত গাঢ় রঙের আইশ্যাডো আপনার সৌন্দর্য বৃদ্ধির পরিবর্তে আরও কমিয়ে দেয়। যা সম্পূর্ণ মেকআপ নষ্ট করে। হালকা করে আইশ্যাডো লাগালে দেখতেও বেশ ভালো লাগে এবং সব পোশাকের সাথে তা মানিয়েও যায়।

৫। লিপগ্লস ব্যবহারে সতর্ক থাকুন
চোখের সাজ গাঢ় হলে অনেকেই ঠোঁটে হালকা লিপস্টিকের সাথে লিপগ্লস ব্যবহার করেন। অনেকেই বেশী করে লিপগ্লস লাগিয়ে রাখেন ঠোঁটে। এতে লিপগ্লস ঠোঁটের চারপাশে ছড়িয়ে যাবার ভয় থাকে। যা আপনার মেকপআপের সৌন্দর্য নষ্ট করে দেয়। সুতরাং হালকা করেই লিপগ্লস লাগান।

৬। ভুল রং এর ব্লাশন ব্যবহার
অনেকে ত্বকে ব্লাশন ব্যবহার করা থেকে বিরত থাকেন। এটি ত্বকে তারুণ্য দীপ্ত একটি লুক দেয়। কিন্তু রাতের সাজে ব্লাশন ছাড়া সাজটা যেন সম্পূর্ণ হয় না। ত্বকের রং সাথে মিলিয়ে ব্লাশন ব্যবহার করুন। গালের দুই পাশে ব্লাশন দিয়ে হালকা ম্যাসেজ করুন।

ইবাংলা / টিপি/ ১৯ ডিসেম্বর, ২০২১

Contact Us