হোয়াইটহেডস থেকে মুক্তির ঘরোয়া টোটকা

সুপ্তা চৌধুরী, ঢাকা

শীত আসতে না আসতেই শুরু হয়ে যায় ত্বকের বিবিধ সমস্যা। এদের মধ্যে অন্যতম হলো ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস। এর মধ্যে সবচেয়ে বেশি শোনা যায়, হোয়াইটহেডস সমস্যার কথা।

সাধারণত ত্বকের উপরে গোলাকার, ছোট, সাদা দাগ হিসাবে দেখা দেওয়া এই ধরনের ব্রণ আমাদের লোমকূপকে মৃত কোষ, সিবাম ইত্যাদিতে আটকে সৃষ্টি হয়। মুখ ছাড়াও হোয়াইটহেডস সাধারণত কাঁধ, বুক, ঘাড় এবং পিঠেও দেখা যায়।

দেহের বিভিন্ন অংশ ভেদে এর আকারে পরিবর্তন দেখা যায়। হোয়াইটহেডের থেকে মুক্তি পাওয়া তেমন কঠিন নয়। বাইরে খাওয়াদাওয়া কমিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করার পাশাপাশি বাড়িতেই কিছু নিয়ম মেনে চললে তরতাজা থাকবে আপনার ত্বক। এমন কিছু ঘরোয়া টোটকা নিয়েই আমাদের আজকের এই লেখা।

অ্যালোভেরা: অ্যালো ভেরা কিংবা ঘৃতকুমারী একটি উদ্ভিদ। অ্যালো ভেরা পাতার শাঁস কিছু দিন অন্তর সরাসরি ত্বকে লাগানো যায়, তবে হোয়াইটহেড কমবে অল্প দিনের মধ্যেই।

টি ট্রি তেল: চা গাছের তেল বা টি ট্রি অয়েল প্রাকৃতিক ভাবেই প্রদাহ বিরোধী উপাদান। যা হোয়াইটহেডগুলি পরিষ্কার করতে সাহায্য করতে পারে। বাজারে এখন টি ট্রি অয়েল সমৃদ্ধ রূপচর্চার বিভিন্ন সমগ্রী পাওয়া যায়। দাম একটু বেশি হলেও এটি বেশ কার্যকর হোয়াইটহেড এর ক্ষেত্রে।

পেঁপে এবং স্ট্রবেরী: পেঁপেতে রয়েছে প্রচুর এন্টি অক্সিডেন্ট যা আপনার ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে। আর স্ট্রবেরী তেও রয়েছে স্যালিসিলিক অ্যাসিড, যা ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে। পাকা পেঁপে ও স্ট্রবেরী চটকিয়ে মুখে লাগালে হোয়াইটহেড কমবে অনেকটাই।

নিম ও গোলাপ জল: নিমের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাক্টিরিয়াল বৈশিষ্ট্য। এক মুঠো তাজা নিম পাতার ঘন পেস্ট তৈরি করুন। এতে কয়েক ফোঁটা গোলাপ জল মেশান। আক্রান্ত স্থানে লাগান এবং কিছু ক্ষণ শুকোতে দিন। এর পর ধুয়ে ফেলুন। হোয়াইটহেডের সমস্যা থেকে মুক্তি পাবেন নিশ্চিত।

ইবাংলা / টিপি/ ২১ডিসেম্বর, ২০২১

Contact Us