ফ্ল্যাট ভাড়া ৬৮ হাজার হলেও জায়গা নেই খাটের

ইবাংলা ডেস্ক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের একটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। সেখানে জমির দাম ও বাড়ি ভাড়া আকাশছোঁয়া। এ কারণে সেখানে ছোট্ট ঘরেই থাকেন মধ্যবিত্তরাও।

Islami Bank

নিউ ইয়র্ক শহরে তেমন ছোট্ট একটি অ্যাপার্টমেন্টের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মাত্র ৬৬ স্কয়ার ফিটের ওই ফ্ল্যাটের মাসিক ভাড়া বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার ৬২৫ টাকা (৮০০ মার্কিন ডলার)।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ছোট্ট ওই ফ্ল্যাটের ভাড়া এত হলেও সেখানে নেই কোনো বাথরুম। তবে ফ্ল্যাটের দরজার ঠিক সামনেই একটি কমন বাথরুম রয়েছে। একটা খাটও প্রবেশ করানোর সুযোগ নেই। সেখানেই দিব্বি থাকছেন বাসিন্দারা।

one pherma

নিউ ইয়র্কের এক ব্যক্তি ওই ছোট্ট ফ্ল্যাটের ভিডিও শেয়ার করেছেন। ফ্ল্যাটটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, এত ছোট জায়গায় মানুষ দিনের পর দিন থাকতে পারে?

ইবাংলা / এইচ/ ২২ ডিসেম্বর, ২০২১

Contact Us