গুগলকে রাশিয়ার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অবৈধ কিছু কনটেন্ট সরিয়ে না নেওয়ায় গুগলকে মোটা অংকের জরিমানা করেছেন রাশিয়ার একটি আদালত। শুক্রবার গুগলের বিপক্ষে জরিমানার এই রায় দেয় আদালত। রাশিয়া সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলোর ওপর জরিমানাসহ নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছে। তাদের বিরুদ্ধে বিষয়বস্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা এবং দেশের বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ৭ প্রতিষ্ঠানকে মেটার নিষেধাজ্ঞা

বিবিসির খবরে বলা হয়, রাশিয়া বেশ কিছুদিন ধরে টেক জায়ান্টদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। তারই ধারাবাহিকতায় তারা বেশ কিছু অবৈধ কনটেন্ট সরাতে গুগলকে নির্দেশ দেয়। কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় মস্কোর একটি আদালত মার্কিন এই সংস্থাকে ৭.২ বিলিয়ন রুবেল বা ৯৮ মিলিয়ন ডলার জরিমানা করেন। আদালতের প্রেস সার্ভিস এই তথ্য জানিয়েছে।

এর আগেও রাশিয়া মেটা (ফেসবুক), টুইটার, গুগল, টেলিগ্রামসহ অন্য বিদেশি টেক জায়ান্টদের বিরুদ্ধে জরিমানা আরোপ করেছিল। তবে এবারই বিশাল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, গুগলের বার্ষিক আয়ের হিসেব করে জরিমানা করা হয়। একই ধরনের অভিযোগে একই পন্থায় মেটাকেও (ফেসবুক) জরিমানা করার হুমকি দেওয়া হয়েছে।

ইবাংলা /টিপি/ ২৫ ডিসেম্বর

Contact Us