২০২১ সালে হলিউড দর্শকদের উপহার দিয়েছে এমন কিছু সিনেমা যা শুধু বিনোদন নয়, বিনোদনের চেয়েও বেশি কিছু ছিল। প্রথাগত গল্পের বাইরেও এবছর মুক্তি পেয়েছে ভিন্নধর্মী গল্পের বহু সিনেমা। যা হলিউডকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে। চলুন জেনে নেয়া যাক ২০২১ সালে হলিউডে মুক্তি পাওয়া এমন কিছু শীর্ষ সিনেমার নাম-
স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম
মার্ভেল কমিক্স চরিত্র স্পাইডার-ম্যানকে ভিত্তি করে নির্মিত মার্কিন সুপারহিরো সিনেমা। এর যৌথ-প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচার্স এবং মার্ভেল স্টুডিওজ। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৭তম সিনেমা এবং স্পাইডার-ম্যান: হোমকামিং (২০১৭) ও স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম-এর সিক্যুয়াল (২০১৯)।
সিনেমাটির পরিচালনা করেছেন জন ওয়াটস এবং রচনা করেছেন ক্রিস ম্যাককেন্না ও এরিক সোমার্স। জনপ্রিয় এ সিনেমায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তার চরিত্র ছিল পার্কার। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন যেনদায়া, জ্যাকব বাটালন, মারিসা টোমেই, জেমি ফক্স, বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং আলফ্রেড মোলিনা। আইএমডিবি রেটিং- ৯/১০।
দ্য ফাদার
‘দ্য ফাদার’ একটি সিনেমার চেয়ে অনেক বেশি যা শুধুমাত্র আপনাকে একটি গল্প বলার জন্য মুগ্ধ করে দেবে। এটি একটি মনস্তাত্ত্বিক ড্রামা সিনেমা। যাতে অস্থির জগতের যাত্রা নিয়ে গল্প বলা হয়েছে। যা ততোটাই বাস্তব, যতোটা বিশ্বাস করা যায়। । এতে অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান, অ্যান্টনি হপকিন্স, মার্ক গ্যাটিস, অলিভিয়া উইলিয়ামস, ইমোজেন পুটস, রুফাস সেওয়েল, আয়েশা ধরকার। আইএমডিবি রেটিং- ৮.৩/১০।
ডিউন
ডিনিস ভিলেনিউভ পরিচালিত ডিউন বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক একটি সিনেমা। এর পরিচালনা করেছেন এরিক রথ, জন স্পাইটস এবং ভিলেনিউভ। ১৯৬৫ সালের ফ্র্যাঙ্ক হার্বার্ট এর উপন্যাস ডিউন অবলম্বনে ‘ডিউন’ সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমার নানা চরিত্রে অভিনয়ে রয়েছেন জেনডিয়া, টিমটি শালামে, রেবেকা ফার্গুসন, অস্কার আইজ্যাক সহ আরও অনেকে। আইএমডিবি রেটিং- ৮.২/১০ ।
শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস
শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দি টেন রিংগস হলো ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র যা মার্ভেল কমিক্স ভিত্তি করে নির্মিত এবং শাং-চি চরিত্রকে কেন্দ্র করে এর গল্প। চলচ্চিত্রটি মার্ভেল স্টুডিওজ দ্বারা প্রযোজিত এবং ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স পরিবেশন করেছে। এটি হলো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৫তম চলচ্চিত্র। এ সিনেমায় অভিনয় করেছেন- সিমু লিউ, আওকোয়াফিনা, মিশলে ইয়োহ, টনি চিউ ওয়ালি লিউং সহ আরও অনেকে। এর আইএমডিবি রেটিং- ৭.৫/১০।
এনকান্তো
এ বছরের অ্যানিমেটেড সিনেমার মধ্যে এটি একটি। ‘এনকান্তো’ যথেষ্ট হাস্যরস, রঙিন ভিজ্যুয়াল, মনোমুগ্ধকর চরিত্র এবং আকর্ষণীয় মিউজিকের তৈরি একটি সিনেমা। ছবিটি যে কোনো বয়সের দর্শকদের মুগ্ধ করবে। সিনেমাটি ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও দ্বারা নির্মিত। এতে অভিনয় করেছেন, স্টেফানি ব্রিটেজ, ডায়ান গুয়েরেরো, রেনজি ফিলিজ সহ আরও অনেকে। আইএমডিবি রেটিং- ৭.৫/১০ ।
ইবাংলা / টিপি/ ২৮ ডিসেম্বর, ২০২১