কিশোরীকে অপহরণ করে ধর্ষণ

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনার আমতলী উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে প্রায় এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আমতলী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।

Islami Bank

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, আমতলী পৌর-শহরের বাসিন্দা মাহবুবুর রহমান (৬৫), তার স্ত্রী শেফালী বেগম (৫৮), ছেলে মারুফ হোসেন জিসান (২৫), আবু জাফরের ছেলে জাহিদুল ইসলাম শাওন (৩৫) ও শাওনের স্ত্রী মাহমুদা আক্তার নিপা (৩০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২১ নভেম্বর আমতলী চৌরাস্তা থেকে জিসান ও তার সহযোগীরা ভুক্তভোগী কিশোরীর মুখে চেতনানাশক ওষুধযুক্ত রুমাল ধরে অপহরণ করে। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে প্রায় এক মাস আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

one pherma

ভুক্তভোগীর বাবা বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার দিন রাতে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর গত ১৯ ডিসেম্বর বিকেলে মেয়েকে অজ্ঞান অবস্থায় বাড়ির কাছে ফেলে যায় মারুফ ও তার সহযোগীরা। মেয়েকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সে এখনো চিকিৎসাধীন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান  বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মূল অভিযুক্তসহ ৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ইবাংলা /টিআর /২৯ ডিসেম্বর

Contact Us